২০০ ব্যাগ, ৭০টি ঘড়ি ছাড়া আরও যা আছে থাই প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রা তার সম্পদের পরিমাণ জানিয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) তার দল জানিয়েছে, প্রধানমন্ত্রীর মোট ৪০০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। যার মধ্যে আছে ২০০টি বিশেষ ডিজাইনের হ্যান্ডব্যাগ। যেগুলোর মূল্য দুই মিলিয়ন ডলার। সঙ্গে আছে অন্তত ৭৫টি দামি হাতঘড়ি। যেগুলোর দাম প্রায় ৫ মিলিয়ন ডলার।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সবচেয়ে ছোট মেয়ে হলেন পেতংতার্ন। গত সেপ্টেম্বরে সিনাওয়াত্রা পরিবারের চতুর্থ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন পেতংতার্ন। গত ২০ বছরের বেশিরভাগ সময় তার পরিবারই থাই সরকারের নিয়ন্ত্রণে ছিল।
৩৭ বছর বয়সী এই নারী প্রধামন্ত্রীর যুক্তরাজ্যের লন্ডন, জাপানসহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ি আছে।
দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী কমিশনের কাছে সম্পদের তথ্য প্রকাশে তিনি বাধ্য। এরই অংশ হিসেবে তিনি জানিয়েছেন, তার কত সম্পদ রয়েছে।
থাই প্রধানমন্ত্রীর বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন এক সময় ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক ছিলেন। তিনি টেলিকম ব্যবসায় জড়িত। ফোর্বসের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ২ দশমিক ১ বিলিয়ন ডলার। যার মাধ্যমে তিনি থাইল্যান্ডের শীর্ষ ১০ ধনীর মধ্যে অন্যতম হিসেবে জায়গা করে নিয়েছেন।
এক সময় প্রধানমন্ত্রিত্ব ছেড়ে বিদেশে নির্বাসনে চলে যেতে হয় থাকসিনকে। তবে তা সত্ত্বেও থাইল্যান্ডে তার বেশ প্রভাব ছিল।
সূত্র: সিএনএ