ডার্ক মোড
Monday, 15 September 2025
ePaper   
Logo
ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী শাওনকে

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী শাওনকে

নিজস্ব প্রতিবেদক

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে (ডিবি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত‌ ৮টা ২০ মিনিটের দিকে তাকে ডিবি কার্যালয় আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, অভিনেত্রী শাওনকে রাজধানীর ধানমন্ডি থেকে থেকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা? এমন প্রশ্নে ডিবিপ্রধান বলেন, আমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন