ডার্ক মোড
Wednesday, 08 May 2024
ePaper   
Logo
ডিআইইউ’তে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০০তম ব্যাচের নবীনবরণ

ডিআইইউ’তে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০০তম ব্যাচের নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, মাংসপেশী গুলো সবল হলে বাংলাদেশ সমৃদ্ধ হবে না। কেবল মাত্র ব্রেন পাওযার গুলো ভাল হলেই বাঙালি সমৃদ্ধ হবে। মস্তিষ্কের বিকাশ সাধিত হবে। আর এজন্য প্রয়োজন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং জ্ঞানের প্রসারতা। কেননা, পৃথিবীতে যত গুলো বিপ্লব হয়েছে তার মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি বিপ্লব সংঘটিত হয়েছে কম্পিউটার সায়েন্সের। গতকাল ৩০শে নভেম্বর বুধবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০০তম ব্যাচের নবীনবরণ প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। তিনি বলেন, ১৯৯৬ সালে দেশের বিশিষ্ট কম্পিটার বিজ্ঞানী ওয়াজেদ আলী মিয়ার উদ্বোধনের মধ্য দিয়ে এ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ যাত্রা শুরু করে। আজ সে বিভাগের ১০০তম ব্যাচ শুরু হলো। এটি আমাদের ইউনিভার্সিটির জন্য গৌরবের।

গ্রীণ রোড ক্যাম্পাসে বেলা ৫টায় ১০০তম নবীনবরণ অনুষ্ঠানে অত্র ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা আরো অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র ডিন ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যায়ের সাবেক ট্রেজারার ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের উপদেষ্টা প্রফেসর মোঃ সেলিম ভূঁইয়া, অত্র ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা, পরিচালনা পর্ষদের সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, রেজিস্ট্রার প্রফেসর রফিকুল ইসলাম ও ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন ড. এ টি এম মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ জাহিদুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ মাহবুবুর রহমান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন