ডার্ক মোড
Tuesday, 03 December 2024
ePaper   
Logo
টেস্ট হেরে টি-টোয়েন্টিকে দুষছেন গম্ভীর

টেস্ট হেরে টি-টোয়েন্টিকে দুষছেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামছে আজ ভারত। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে সাদা বলের ক্রিকেটকে দায়ী করলেন গৌতম গম্ভীর।

ভারতের প্রধান কোচ মনে করেন, টি–টোয়েন্টি ক্রিকেটের কারণে টেস্টে রক্ষণাত্মক ক্রিকেট খেলতে ভুলে গেছেন ভারতের ব্যাটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের আগে গতকাল সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।

গম্ভীর বলেন, ‘টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের ভিত হলো ডিফেন্স। টি–টোয়েন্টিতে ফ্লাট উইকেটে খেলার সঙ্গে এর যোগসূত্র রয়েছে। অন্য দলগুলোও এ সমস্যায় ভুগছে। কারণ, যত বেশি টি–টোয়েন্টি খেলা হবে, সবাই ডিফেন্স তত কম করবে।’

ঘরের মাঠে মূলত স্পিন বান্ধব উইকেটই বানায় ভারত। এবারও সেটাই করেছে। কিন্তু তাতে নিজেদের ফাঁদে যেন নিজেরাই আটকে গেছে। কিউই স্পিনারদের খেলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। অনেকে বলছেন, মান সম্পন্ন স্পিনারের বিপক্ষে খেলার মতো স্কিলের ঘাটতি আছে ব্যাটারদের। তবে তাতে একমত নন প্রদাহ্ন কোচ।

গম্ভীর বলেন, ‘আমি তা মনে করি না। কখনো কখনো প্রতিপক্ষ দলকেও কৃতিত্ব দিতে হয়। গত ম্যাচে মিচেল স্যান্টনার অসাধারণ ছিল। তবে আমরা কঠোর পরিশ্রম করে যাব। আরও উন্নতি করব। স্পিনের বিপক্ষে আমাদের দক্ষতা কমেছে বলে আমি মনে করি না।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন