
টাইব্রেকারের তিন শট ঠেকিয়ে জয়ের নায়ক আর্জেন্টাইন গোলরক্ষক
অনলাইন ডেস্ক
কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলাটি শুরু হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয় কোপার দ্বিতীয় সেমিফাইনালের এই ম্যাচ। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই কলম্বিয়ার ৫টি শটের মধ্যে তিনটিই ঠেকিয়ে জয়ের নায়কে পরিণতহেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
টাইব্রেকারে কলম্বিয়া প্রথম শট নেন কুয়াদ্রাদো। ঠেকাতে পারেননি মার্টিনেজ, গোল। আর্জেন্টিনার হয়ে প্রথম শট নেন মেসি, চোখের পলকে এটাও গোল। ১-১। কলম্বিয়ার দ্বিতীয় শট নিতে আসেন ডেভিনসন সানচেজ। বাম পাশে ঝাঁপিয়ে পড়ে সানজের শট ফিরিয়ে দিলেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজ। গোল হলো না। আর্জেন্টিনার দ্বিতীয় শট নিতে আসেন রদ্রিগো ডি’পল। বারের ওপর দিয়ে মেরে দিলেন তিনি। গোল হলো না।
কলম্বিয়ার তৃতীয় শট নিলেন, ইয়েরি মিনা। আবারও ঝাঁপিয়ে পড়ে মিনার শট ফিরিয়ে দিলেন মার্টিনেজ। গোল হলো না। আর্জেন্টিনা তৃতীয় শট নিলেন লিয়ান্দ্রো পেরেডেস। ডেভিড ওসপিনা ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারলেন না। গোল। ১-২। কলম্বিয়ার চতুর্থ শট নিতে আসেন মিগুয়েল বোরজা। এটি ঠেকাতে পারলেন না মার্টিনেজ। গোল। ২-২। আর্জেন্টিনা চতুর্থ শট নেন লওতারো মার্টিনেজ, এটিও গোল হয়ে গেলো। ওসপিনা ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি। ২-৩। এবার নিজেদের শেষ শট নিতে আসেন কলম্বিয়ার ১০ নম্বর জার্সিধারী ফুটবলার এডউইন করডোনা। তার শটটিও ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেন মার্টিনেজ।
আর তাতেই কোপার ফাইনালে ওঠার আনন্দের মধ্যমনি হয়ে গেলেন মার্টিনেজ।