ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হেলেনা বেগম, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে মাদক বিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর।

শুক্রবার (২৭ ডিসেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ লুৎফা বেগম (৩৯) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লুৎফা বেগম মো: জাকির হোসেনের স্ত্রী।

পরে তার বিরুদ্ধে পরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে ৮হাজার পিস ইয়াবা লুৎফা বেমগমকে গ্রেপ্তার করে।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হয়। অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন আরও বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন