ডার্ক মোড
Saturday, 20 April 2024
ePaper   
Logo
ঝিনাইদহ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ

ঝিনাইদহ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ

ঝিনাইদহ প্রতিনিধি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ পৌরসভার নব-নির্বাচিত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ও কাউন্সিলরবৃন্দ শপথ গ্রহন করেছেন। রোববার (২ অক্টোবর) খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শহীদুল ইসলাম, কমিশনারের একান্ত সচিব খাঁন মোঃ আব্দুল্লা আল মামুন। এই শপথ গ্রহনের মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদ পেলো।

এ সময় খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও ঝিনাইদহ সুশিল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র কাইয়ুম শহরিয়ার জাহেদী হিজল, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু সুলতান, ২ নং ওয়ার্ডের মোঃ আবু বক্কার, ৩ নং ওয়ার্ডের আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নং ওয়ার্ডেরশামসিল আরেফিন কায়সার, ৫ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম মধু, ৬ নং ওয়ার্ডের লিয়াকত হোসেন, ৭ নং ওয়ার্ডের মহিউদ্দীন, ৮ নং ওয়ার্ডের সাদেক আলী ও ৯ নং ওয়ার্ডে রেজাউল করিম রেজা উপস্থিত ছলেন। এছাড়া মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগমও অনুষ্ঠানে শপথ গ্রহন করেন।

উল্লেখ্য, মামলা জটিলতায় স্থগিত থাকা ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ সেপ্টেম্বর। এরআগে চলতি বছরের ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৪ মাস নির্বাচন বন্ধ থাকার পর আপিল বিভাগের রায়ে সব আইনী জটিলতার অবসান হয় এবং আদালতের আদেশ মোতাবেক নতুন করে গত ১১ সেপ্টেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। এনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল মেয়র নির্বাচিত হন।

বিকেলে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দকে ঝিনাইদহ সদরের ঝিনাইদহ-যশোর সড়কের তেতুঁলতলা বাজার থেকে শতশত মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পৌরবাসী তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যার্থনা জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন