ডার্ক মোড
Tuesday, 30 April 2024
ePaper   
Logo
ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয় দাখিল

ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয় দাখিল

 

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে ৭জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ১২ জন পুরুষ ও ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

(১৫ এপ্রিল) সোমবার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরের হাতে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদানকারী উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ঝিনাইগাতী সদরের তামাগাঁও মহল্লার আমিনুল ইসলাম বাদশা, উপজেলা সদরের ফারুক আহমেদ, এসএম আমিরুজ্জামান লেবু, প্রতাবনগর গ্রামের মোহাম্মদ মিজানুর রহমান, ঘোষগাঁও মহল্লার বিশ্বজিৎ রায়, হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া প্রধান পাড়াগ্রামের একেএম ছামেদুল হক, উপজেলা জাসদের সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক, মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড় গ্রামের মোঃ সোহরাওয়াদী বাহাদুর। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন, উপজেলা সদরের রকিবুল ইসলাম রোকন, বন্দভাট পাড়া উত্তর গ্রামের মো, আব্দুল কাদের ও ফজলুল করিম, সারিকালিনগর গ্রামে মোফাজ্জল হোসেন, মেহেদী হাসান মামুন, বৈরগীপাড়া গ্রামের মো,শাহ আলম, নয়াগাঁও গ্রামের মো,মিন্টু মিয়া,ডেফলাই গ্রামের মো,আব্দুল মান্নান, বনগাঁও জিগাতলা গ্রামের মো,মুনায়েম হোসেন, বাতিয়াগাঁও গ্রামের মুখলেছুর রহমান, লয়খা মোল্লাবাড়ী গ্রামের মো, হারন-অর রশিদ, পানবর গ্রামের মো, জহুরুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রাংটিয়া গ্রামের সেফালী বেগম, গান্দিগাঁও উত্তর গ্রামের আকলিমা বেগম, খৈলকুড়া গ্রামের মোছাঃ লাইলী বেগম, বনগাঁও জিগাতলা গ্রামের মোছাঃ নাছিমা বেগম, দড়িকালিনগর গ্রামের মোছাঃ জেসমিন আক্তার, মালিঝিকান্দা গ্রামের সুফিয়া, প্রতাবনগর গ্রামের রুপালি বেগম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন