জয়পুরহাটে মোহনা টিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আবু রায়হান, জয়পুরহাট
জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে মোহনা টিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা ১২ টা জেলা শহরের বৈড়াগীর মোড় এলাকায় ফ্রেন্ডস গার্ডেন রেষ্টুরেন্টে ১৩ তম বর্ষ পেরিয়ে ১৪ তম বর্ষে পদার্পণ উপলক্ষে জয়পুরহাটে কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মোহনা টিভির জেলা প্রতিনিধি মিলন রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সবুর আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জয়পুরহাট থানার ওসি হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী।
এ সময় আরও বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি শফিউল বারী রাসেল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, টেলিভিশন রিপোটার্স ক্লাবের সভাপতি আবেদুল মোমেন মুনি, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান, প্রেসক্লাব জয়পুরহাট এর সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি সোহেল আহমেদ লিওসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আগত অতিথিরা মোহনা টিভিকে স্বাধুবাদ জানিয়ে সার্বিক মঙ্গল কামনাসহ আরও সফলতা কামনা করেন।