ডার্ক মোড
Monday, 13 October 2025
ePaper   
Logo
জুলাই সনদভিত্তিক নির্বাচনের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

জুলাই সনদভিত্তিক নির্বাচনের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

 

 

সাতক্ষীরা প্রতিনিধি
 

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের খুলনারোড মোড়ের আসিফ চত্ত্বর ও শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকা থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলগুলো জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করে।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির ডা. মাহামুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ও অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সুবহান মুকুল, শহর আমির জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমান ও দেবহাটা সেক্রেটারি ইমদাদুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “বিগত সরকার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পদক্ষেপের মাধ্যমে সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বিরোধী দলের হাজার হাজার নেতা–কর্মীর ওপর মামলা, হামলা, গুম ও খুন চালিয়ে দেশপ্রেমিক কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। জাতীয় পার্টি ও ১৪ দল এসব অন্যায়ের পৃষ্ঠপোষকতা দিয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করলেই দেশে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।”

জামায়াতে ইসলামীর ঘোষিত পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন,
২. জাতীয় সংসদে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু,
৩. সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত,
৪. বিগত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার বাস্তবায়ন,
৫. স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন