ডার্ক মোড
Monday, 13 October 2025
ePaper   
Logo
ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় থাকা একটি চক্র বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে : শামিম তালুকদার

ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় থাকা একটি চক্র বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে : শামিম তালুকদার

 
 
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) 
 
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন বিএনপির কর্মী ও জনসমাবেশ সভা অনুষ্টিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ডোয়াইল ইউনিয়ন বিএনপির আয়োজনে ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে কর্মী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। 
 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন লিটন, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, ডোয়াইল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ জোসনা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান আদম প্রমুখ। এসময় কর্মী ও জনসমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 
 
এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, আমরা মিথ্যা কথার ঝুলি উড়িয়ে মানুষকে ধোকা দেয়ার রাজনীতি করি না। আমাদের দেয়া জনগনের কোন আমানত কোনদিনও খেয়ানত হবে না। জীবন দিয়ে হলেও জনগণের আমানত আগলে রাখবো। বিগত ১৭ বছর আমাদেরকে ও তৃণমূল নেতাকর্মীদের নানা ভাবে নির্যাতন করা হয়েছে। হামলা, মামলা ও গুম করা হয়েছে। আমরা ১৭ বছর তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি। একটি চক্র এখন  বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। 
 
তারা ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকেছে। তারেক রহমান বাংলাদেশের মানুষকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে নানা ভাবে কাজ করে গেছেন। অনেক সংগ্রাম লড়াই করে রক্ত দিয়ে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বিএনপি দেশ পরিচালনা করার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধশালী ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। বিএনপি দেশ ও দেশের জনগনের প্রশ্নে কোন আপোষ করে না। 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন