ডার্ক মোড
Friday, 03 January 2025
ePaper   
Logo
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মাকাম, সাঃ সম্পাদক শুভ্র মেহেদী

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মাকাম, সাঃ সম্পাদক শুভ্র মেহেদী

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচন মধুটিলা ইকোপার্ক রিসোর্টের মহুয়া হাউজে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ৩০ ডিসেম্বর দিনভর সাধারণ সভা, ক্লাব পরিচালনা পরিষদ গঠন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, সাংবাদিক কল্যাণ ফান্ড প্রসার কল্পে আলোচনা-পর্যালোচনা সভা এবং পারিবারিক মিলন মেলায় সভাপতিত্ব করেন-ক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী (আমারদেশ)।

আলোচনা পর্যালোচনা শেষে অনাডম্বর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ফজলে এলাহী মাকাম (বাংলাদেশ বেতার/এসএটিভি) সভাপতি এবং শুভ্রমেহেদী (ডিবিসি/বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্যান্যরা হলেন-সহসভাপতি মো: শাহ জামাল (নিউ নেশন/ইত্তেফাক/কান্ট্রি টু ডে), মদন মোহন ঘোষ (দৈনিক যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসমাউল আসিফ (এনটিভি/খবরের কাগজ), জিএম ফাতউল হাফিজ বাবু (যায়যায়দিন/আরটিভি), কোষাধ্যক্ষ জুয়েল রানা (এখন টিভি), দপ্তর সম্পাদক ওসমান হারুনী (মোহনা টিভি/খোলা কাগজ), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শামীম আলম (মাই টিভি)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন-দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, আমারদেশের ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, বাংলা টিভির লিয়াকত হোসাইন লায়ন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান। সহকারি নির্বাচন কমিশনার ছিলেন-দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এসোসিয়েট প্রফেসর মোহাম্মদ মোখলেছুর রহমান।

একই সাথে ২০২৬ সালের আগাম সভাপতি নির্বাচিত হয়েছেন-দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- দিনকালের সাংবাদিক মুকুল রানা।

জামালপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন জামালপুর জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন