ডার্ক মোড
Wednesday, 01 January 2025
ePaper   
Logo
জামালপুরে সাবেক পৌর মেয়র কাদের শেখ গ্রেপ্তার

জামালপুরে সাবেক পৌর মেয়র কাদের শেখ গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত পৌর মেয়র আব্দুল কাদের সেখকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ২৮ ডিসেম্বর দিবাগত মধ্য রাতে শহরের দেওয়ানপাড়া থেকে গ্রেফতার করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গত ১৬ ডিসেম্বর রাতে ইসলামপুর উপজেলার সভারচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে।

এই ঘটনায় ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি আব্দুল কাদের সেখ। ইসলামপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। ও্বইদিন বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন