ডার্ক মোড
Thursday, 10 July 2025
ePaper   
Logo
চিলমারীতে সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের

চিলমারীতে সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে টয়লেটে যেতে সাপের কামড়ে আযম আলী(৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সাপে কামড় দিলে ৩-৪ ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়। আযম আলী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের সালিপাড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা এইচ এম মেহেদী জানান, শনিবার ফজরের আযানের সময় আযম আলী নিজ বাড়ীর পাশ্ববর্তী টয়লেটে যাচ্ছিলেন। এসময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দিয়ে গর্তে ঢুকে যায়।

তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী গ্রামে ওঝার বাড়ীতে নিয়ে যায়। ওঝার ঝাড়-ফুঁকে কাজ না হওয়ায় আযম আলীকে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন