ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন সাঁতার, হ্যান্ডবল, ফুটবল, কাবাডি ও দাবা ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ শুরু হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী জেলা পর্যায়ের এ খেলায় বিভিন্ন উপজেলার বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সোমবার সকাল ৯টার দিকে জেলা শহরের ডাঃ আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা শিক্ষা অফিসার বলেন, আজকের শিক্ষার্থীরা আগামিতে নেতৃত্ব দেবে। তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভাল থাকে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ ফজলে রাব্বী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ রাকিবুল ইসলাম, জেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সহ সম্পাদক আব্দুল হান্নান। এ সময় জেলা অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বালক-বালিকাদের ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী বুধবার (১৪ সেপ্টেম্বর) ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন