ডার্ক মোড
Wednesday, 08 May 2024
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে এলজিএসপি-৩ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে এলজিএসপি-৩ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের অগ্রগতি ও অর্জনের বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

জেলা প্রশাসনের আয়োজনে ও পায়োক্ট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সাংবাদিকগণ।

এসময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জনসাধারণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সার্বিক কার্যক্রম শক্তিশালীকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসইকরণে এলজিএসপি-৩ উল্লেখযোগ্য অবদান রাখছে। নারীর ক্ষমতায়নসহ নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও গ্রামীণ দারিদ্রতা হ্রাসকরণে বিশেষ অবদান রাখার পাশাপাশি ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতেও বিশেষ ভূমিকা রাখছে।

তিনি বলেন, দেশ যে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করেছে, তাকে টেকসই করার জন্য কঠোর নজরদারী রাখতে হবে। এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন