ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। পরে মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে দুটি ফেরি আটকে পড়ে নোঙর করে। শনিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরিঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত ৯ টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে ঘন কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এ সময় নৌপথে সতর্কতার সঙ্গে ফেরির মাস্টাররা ফেরি চালান। তবে রাত সোয়া ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে রজনীগন্ধা ও ফরিদপুর নামে দুটি ফেরি আটকা পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯ টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৮টি ফেরি এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ৩টি ফেরি নোঙর করা হয়েছে। এই নৌপথে ছোট বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে।

নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ফেরি চলাচল স্বাভাবিক হলে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে বলে তিনি জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন