ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
গুরুতর ইনজুরিতে আর্জেন্টাইন ডিফেন্ডার, মৌসুম শেষের শঙ্কা

গুরুতর ইনজুরিতে আর্জেন্টাইন ডিফেন্ডার, মৌসুম শেষের শঙ্কা

স্পোর্টস ডেস্ক

অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল ইনজুরি নিয়ে আতঙ্ক একদিনের নয়। ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রের ক্যারিয়ারটা বর্তমানে বলতে গেলে থমকে আছে এই এক ইনজুরির কারণে। বাংলাদেশের ক্রিকেটার ইবাদত হোসেনের ক্যারিয়ারের প্রায় এক বছর হারিয়ে গিয়েছে হাঁটুর এই ইনজুরিতে। ধারণা করা হচ্ছে এবারে সেই ইনজুরির থাবায় পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।

ম্যানচেস্টার ইউনাইটেডের সবশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ইনজুরিতে পড়েন লিসান্দ্রো মার্তিনেজ। ম্যাচের ৮২তম মিনিটে প্রতিপক্ষের উইঙ্গার ইসমালিয়া সারের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ইনজুরিতে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে যান ইউনাইটেডের ফিজিও টিম। খানিক শুশ্রূষার পর স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম জানান বেশ গুরুতর ইনজুরিতেই পড়েছেন লিসান্দ্রো, ‘আমরা আগামী কয়েকদিন বিষয়টি পর্যবেক্ষণ করছি, তবে আমি মনে করি বেশ জটিল ধরণের ইনজুরি। (লিসান্দ্রো মার্তিনেজ) শুধু একজন দুর্দান্ত খেলোয়াড়ই নয়, বরং ড্রেসিংরুমের একটি শক্তিশালী চরিত্র। এই মুহুর্তে, এটি আমাদের জন্য কঠিন এক পরিস্থিতি। কিন্তু এখন আমাদের জন্য লিচাকে সাহায্য করার সময় এসেছে, ঠিক যেভাবে সে আমাদের প্রতিদিন সাহায্য করে।’

রুবেন আমোরিম তার দলের ডিফেন্ডারের ইনজুরি নিয়ে তথ্য না জানালেও ব্রিটিশ গণমাধ্যমগুলো ধারণা করছে সম্ভবত এসিএল ইনজুরির কবলেই পড়েছেন আর্জেন্টিনার এই ডিফেন্ডার। অন্তত মাঠের ফুটেজ থেকে তেমনই ধারণা করা হচ্ছে। আর তাইই যদি হয়, তবে অন্তত ৯ থেকে ১০ মাসের জন্য মাঠের বাইরে চলে যাবেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ের সময়েও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।

ইউনাইটেডে পাড়ি জমানোর পর থেকেই অবশ্য ইনজুরির সঙ্গে সখ্যতা লিসান্দ্রো মার্তিনেজের। একাধিকবার ইনজুরির কারণে আড়াই বছরের ইউনাইটেড ক্যারিয়ারে পঞ্চাশের বেশি ম্যাচ মিস করেছেন তিনি। তবে এবারের ইনজুরিটাই হয়ত সবচেয়ে বেশি সময়ের জন্য মাঠের বাইরে রাখবে লিসান্দ্রোকে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন