খাগড়াছড়িতে সেনা অভিযানে অর্ধকোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারায় গহীন অরণ্যে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার ( ২১ জানুয়ারি) গভির রাতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি সেনা ক্যাম্পের ও গুইমারা থানা পুলিশের সদস্যরা তিন্দুকছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা খেত ধ্বংস করা হয়।
সূত্র জানায়, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সদস্যরা তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ গাঁজা চাষ করে আসছে। প্রশাসন ও সাধারণ মানুষের লোক চক্ষু অন্তরালে এ মরন নেশার চাষ করে তরুন ও যুবসমাজকে মৃত্যুর দারপ্রান্তে পৌঁছে দিচ্ছে।
পার্বত্য অঞ্চল থেকে মাদক চিরতরে নির্মূলে বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল ইসমাইল শামস আজিজি’র নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করে এ গাজাক্ষেত ধ্বংস করা হয়। ধ্বংস করা এ গাজার বর্তমান বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানা যায়।
সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল ইসমাইল শামস আজিজি জানান, পাহাড়ে অবৈধ মাদকদ্রব্য, চোরাচালান,অবৈধ সকল কর্মকান্ড রোধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে