কেকেজিকে এর উদ্যোগে কুমারখালী শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে "ক্লিন কুমারখালী গ্রীন কুমারখালী"র (কে কে জি কে) একদল কর্মী।
বৃহস্পতিবার দুপুরে হল বাজার টাউন ক্লাবের সামনে এঅভিযান উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নূরুল ইসলাম আনছার প্রামানিক এবং সার্বিক সহযোগিতা করেন কুমারখালী থানা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি'র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপি'র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উদ্বোধনের পর কুমারখালী শহরের হল বাজার থেকে গণমোড় পর্যন্ত এলাকায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে পরিচালনা করে সংগঠনটি।
সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক মেয়র আনছার প্রামাণিক শহরবাসীর সহায়তা চেয়ে বলেন, একটা জিনিস মনে রাখবেন, হাজার-হাজার কোটি টাকা জলাবদ্ধতা, পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য এবং মশা মারার জন্য খরচ করে জনগণকে সচেতন করতে না পারি তখন এই নগরকে আপনি সুন্দর রাখতে পারবেন না। এজন্য আপনাদের সহায়তা প্রয়োজন। এ শহর আমার-আপনার সবার। ময়লা যথাস্থানে ফেলুন। আসুন সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।