ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
কুলাউড়ায় নিহত নৈশপ্রহরীর পরিবার পেলো অটোরিকশা ও আর্থিক অনুদান

কুলাউড়ায় নিহত নৈশপ্রহরীর পরিবার পেলো অটোরিকশা ও আর্থিক অনুদান

 

মৌলভীবাজার প্রতিনিধি

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নৈশপ্রহরী মো: রহমান আলীর পরিবারকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। ১৮ মার্চ সোমবার দুপুরে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে নিহত রহমান আলীর পরিবারের কাছে অটোরিকশা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ। বক্তব্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নৈশপ্রহরী মো: রহমান আলী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি ব্যবসায়ী সমিতির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এই অটোরিকশা ও নগদ অর্থ রহমান আলীর পরিবারের অনেক কাজে আসবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো: রফিক মিয়া ফাতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ব্যবসায়ী নির্মাল্য মিত্র সুমন ও কুলাউড়া ইউনিয়নের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, ব্যবসায়ী শেলুর রহমানসহ সমিতির নেতৃবৃন্দরা। সমিতির সাধারণ সম্পাদকিএম. আতিকুর রহমান আখই জানান, রহমান আলী ব্যবসায়ী সমিতির নৈশপ্রহরী ছিলেন। অসহায় নিহত এ নৈশপ্রহরীর পরিবারকে ১ লাখ ৩০ হাজার টাকার একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ ৯০ হাজার টাকা সমিতির পক্ষ থেকে প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ পৌর শহরের বিছরাকান্দি এলাকায় রহমান আলী নৈশপ্রহরীর দায়িত্ব পালনকালে একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় মারা যান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন