ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতিবিরোধী কমিটির উদ্যোগে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মানববন্ধন ও পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান তরুণ প্রজন্মরা আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে জানিয়ে বলেন, দুর্নীতির জাল সমাজের সবক্ষেত্রে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এই জাল ছিন্ন করা খুবই কঠিন। এজন্য সরকার তারুণ্যের ওপর নির্ভর করেছে। তরুণরা যেহেতু ২৪ এর গণঅভ্যূত্থান করেছে, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে। আগামীতে এই তরুণরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করে যাবো।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শফিকুল ইসলাম, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির ও কমিটির সদস্য বাবলি তালাং। এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা আখন্দ জান্নাতুল মাওয়া, প্রভাষক গায়ত্রী চক্রবর্তী, নির্মাল্য মিত্র সুমন ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল প্রমুখ। সভার পূর্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন