ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
কুমারখালীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

কুমারখালীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

মোশারফ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া)

কুষ্টিয়া কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এ কর্মী সভায় অনুষ্ঠিত হয়।

কর্মী সভা সফল করতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা সকাল হতে ব্যানার ফেস্টুন ও সুসজ্জিত হয়ে জনসভা স্থানে এসে জড়ো হতে থাকে।এসময় দলের নেতা-কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান এর সভাপতিত্বে কর্মী সভা সঞ্চালনায় করেন সদস্য সচিব এ্যাডভোকেট শাতিল মাহমুদ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা বিএনপি'র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, আনছার প্রামাণিক, জেলা কমিটির সদস্য এডভোকেট গোলাম মোহাম্মদ সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

কর্মী সভায় নেতাকর্মীদের ঐক্যবন্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বক্তারা , দীর্ঘ ১৭ বছর অন্যায় নির্যাতন সহ্য করেছি। বক্তারা আরো বলেন, সকল বিএনপির নেতাকর্মীদের এক ছাতার নিচে এসে কাজ করতে হবে। জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। একটি মহল প্রতিনিয়ত ১৫ বছরের আন্দোলন, সংগ্রাম কে উপেক্ষা করছে। এখনি কেউ ভাববেন না আমরা ক্ষমতায় চলে এসেছি। কুমারখালী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি বিলুপ্ত ঘোষণা করা হলো। অল্প কিছু দিনের মধ্যেই এখানে কমিটি দেওয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন