ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
কুমারখালীতে গ্যাসের চুলা থেকে আগুনে পুড়লো বসতঘর

কুমারখালীতে গ্যাসের চুলা থেকে আগুনে পুড়লো বসতঘর

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া কুমারখালীতে গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোটা বসতবাড়ি। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার দুপুরে কুমারখালী পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের শেরকান্দি গ্ৰামের প্রদীপ দাসের ছেলে বাপ্পী (৩০) দাসের বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ১ টা ৪৫ মিনিটের দিকে ও বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়তে পড়লেও আগুনে পুড়ে যায় বসতবাড়ি ও আসবাবপত্র। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক বাপ্পী দাস বলেন , বাড়িতে পরিবার নিয়ে বসবাস করি । গ্যাসের চুলায় রান্না করছিল আমার (মা) হঠাৎ আগুনে সব পুড়ে গেলো। জামাকাপড়ও বের করতে পারি নাই। প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা এস এম ফিরোজ আহমেদ বলেন, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন