ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
কাউখালীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কাউখালীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

মাদক, জঙ্গি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে থানা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বি এনপি যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল প্রমুখ।

সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা সভায় মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে যেকোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন