ডার্ক মোড
Friday, 03 May 2024
ePaper   
Logo
ওয়াজ মাহফিলে আসলে ধর্মীয় জ্ঞানের প্রসার হয় : এমপি শাওন

ওয়াজ মাহফিলে আসলে ধর্মীয় জ্ঞানের প্রসার হয় : এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ওয়াজ মাহফিলে আসলে ধর্মীয় জ্ঞানের প্রসার হয়।

ওয়াজ মাহফিলের মাধ‍্যমে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পায়। কুসংস্কার দূর হয়। মন পরিশুদ্ধ হয়। সোমবার দিবাগত রাতে লালমোহন পূর্বপাড়া সওদাগর চৌমূহনী জৈনপুরী খানকার মাঠে ইসলামী যুব কল্যান সোসাইটির উদ্যোগে একদিন ব‍্যাপী ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সওদাগর চৌমূহনী জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ এর সভাপতিত্বে আমন্ত্রিত মেহমান হিসেবে ওয়াজ মাহফিল করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোফাচ্ছের কুরআন শাইখুল হাদিস আল্লামা মুফতি আঃ বাতেন কাসেমী দাঃ বাঃ, জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদরাসা, মিরপুর ঢাকা ও খতিব আয়েশা (বা:) জামে মসজিদ উত্তরা, ঢাকা।

আরও ওয়াজ করেন, হাফেজ মাওলানা মোঃ কামরুজ্জামান আইয়ুবী, খতিব বাইতুস সালাম জামে মসজিদ, পূবাইল গাজীপুর ঢাকা। এছাড়া অনান্য ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।

এসময় ইসলামী যুব কল্যান সোসাইটির উপদেষ্টা মন্ডলী, সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লিগন উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন