ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
উৎসবমুখর পরিবেশে চলছে জয়পুরহাট সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনের ভোগগ্রহন

উৎসবমুখর পরিবেশে চলছে জয়পুরহাট সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনের ভোগগ্রহন

জয়পুরহাট প্রতিনিধি

উৎসব পরিবেশে চলছে জয়পুরহাট সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের ভোগগ্রহন।

জয়পুরহাট কেজি স্কুল ভোট কেন্দ্রে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু হয়েছে এবং বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন।

সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনী আনুষ্ঠানিকতার পরিবেশ সুশৃঙ্খল রাখার পাশাপাশি ভোট কেন্দ্রর নিরাপত্তার জন্য জন্য একজন ম্যাজিস্ট্রেটের অধীনে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

নিজ নিজ পছন্দের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকাল থেকেই ভোটকেন্দ্র চত্বরে ভীর করছেন ভোটাররা এবং তাদের উপস্থিতিতে পুরো এলাকায় চলছে উৎসবের আমেজ। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে সারা সুগার মিলস্ চত্বর।

এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জয়পুরহাট সুগার মিলস্ লিঃ এর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (অর্থ) মোঃ আতিকুজ্জামান জানান, ২৩ টি পদে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন এবং এর দু'জন তাদের মনোনয়ন প্রত্যাহার করায় ৪৬ জন প্রার্থী প্রতিদন্দিতা করেছেন। নির্বাচনী পরিশেষ খুব সুন্দর ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন