ডার্ক মোড
Saturday, 27 April 2024
ePaper   
Logo
উন্নয়নের নামে দেশকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছে সরকার

উন্নয়নের নামে দেশকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার দেশকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী।

শনিবার (২৩ মার্চ) আমার বাংলাদেশ পার্টি (এবি) আয়োজিত মাসব্যাপী গণইফতারের ১২তম দিনে প্রধান অতিথির বক্তব্যে ড. দিলারা চৌধুরী এ মন্তব্য করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম।

ড. দিলারা চৌধুরী বলেন, দেশে চলছে ভুঁয়া উন্নয়নের মহোৎসব। আওয়ামী লীগ জনগণকে প্রতারিত করে বিগত তিনটার্ম ধরে ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করে জনগণকে উন্নয়নের গান শোনাচ্ছে। শুধু কিছু ব্রিজ আর বড় বড় বিল্ডিং করলেই দেশে উন্নয়ন হয় না। উন্নয়ন মানে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন। মানুষ পনেরো বছরে ভোট দিতে পারেনি, দ্রব্যমূল্যের কারণে খেয়ে পরে জীবন ধারণ কঠিন হয়ে উঠেছে। অথচ সরকার আমাদের উন্নয়নের অসত্য গান শোনাচ্ছে। মূলত উন্নয়নের নামে বিশেষ সিন্ডিকেট করে দেশকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। যে স্বাধীনতার চেতনার কথা তারা বলে, সেটা বাস্তবায়ন হলে দেশে গরিব থাকার কথা নয়।

রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম বলেন, বিগত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারে না, আমি নিজেও ভোট দিতে পারিনি। তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, ভোট আপনাদের রাজনৈতিক অধিকার। মানুষ যখন রাজনৈতিক অধিকার হারায় তখন তার অন্যকোনো অধিকার আর থাকে না। সরকার যখন ভোট ছাড়াই ক্ষমতা দখল করে তখন আর জনগণের কথা তাদের চিন্তায় থাকে না। এই সরকারেরও একই অবস্থা। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের দমন করছে, এই সরকারও তেমনি বিরোধীদলগুলোকে দমন করে ক্ষমতায় টিকে আছে ভারতের সহায়তায়। এখন আমাদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে হবে। নিজেদের সচেতন হতে হবে। নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় গণইফতারে আরও বক্তব্য রাখেন পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন ও সহকারী সদস্যসচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলিসহ কেন্দ্রীয় নেতারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন