
ইংলিশদের লজ্জায় ডোবালো ভারত
স্পোর্টস ডেস্ক
২৩০ রানের টার্গেট। ব্যাটিং লাইনআপ বেশ সমীহ জাগানোর মতোই। এমন অবস্থায় হইয়ত বিশ্বকাপে নিজেদের ২য় জয়ের স্বপ্নটাই দেখছিল ইংল্যান্ড। কিন্তু প্রতিপক্ষ যখন ভারত, তখন হিসেবটা সহজেই মিলিয়ে ফেলা বেশ মুশকিল। মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহরা হাল ছাড়েননি। ছিলেন চায়নাম্যান কুলদীপ যাদবও। তাদেরই সম্মিলিত প্রচেষ্টায় রীতিমত ভেঙে পড়েছে ইংলিশদের ব্যাটিং ইউনিট। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা প্রায় ছিটকেই গিয়েছে আজকের এই হারে। ভারতের বিপক্ষে ইংলিশদের পরাজয় ১০০ রানে।
২৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল। প্রথম ৪ ওভারেই রান এসেছিল ৭ এর উপর রানরেটে। ইংলিশদের ব্যাটিং সুখ টিকেছে ওই পর্যন্তই। পরপরন দুই বলে দাভিদ মালান আর জো রুটকে ফেরান বুমরাহ। ইংলিশদের ধ্বংসযজ্ঞের সূচনা ওখান থেকেই। সাবধানী বেন স্টোকস আজ রানের খাতাই খুলতে পারেননি। ১০ বলে করেছেন শূন্য। জনি বেয়ারস্টোও খেলতে চেয়েছেন ধীরে। তিনিও আউট হয়েছেন ব্যক্তিগত ১৪ রানে। তাদের দুজনকেই ফিরিয়েছিলেন শামি। ৪০ রানের আগেই নেই ইংলিশদের ৪ উইকেট।
অধিনায়ক জশ বাটলার আবারও হতাশ করেছেন এদিন। ২৩ বলে করেছেন মোটে ১০ রান। কুলদীপের দুর্দান্ত বলে ভেঙেছে তার প্রতিরোধ। মঈন আলী আর লিয়াম লিভিংস্টোন প্রতিরোধ করতে চাইলেও কাজে আসেনি। দুজনে বল খেলেছেন বিস্তর। সময় কাটিয়েছেন। তবে রান আসেনি তেমন। দুজনের জুটি ২৯ রানের। এবার আউট হলেন মঈন। উইকেট পেয়েছেন সেই শামি। ইংলিশদের পরাজয় তখন কেবল সময়ের ব্যাপার।
লিভিংস্টোন ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। ৪৬ বলে করেছেন ২৭ রান। কুলদীপের বলে তার আউট শেষ করে দিয়েছিল সব আশাই। মাঝে ক্রিস ওকস ২০ বলে করেছেন ১০ রান। এরপর দুই চারে আদিল রশিদের ১৩ আর ডেভিড উইলির ১৬ ইংলিশদের ১০০ রানের গন্ডি ছাড়াতেই কেবল সাহায্য করেছিল। ইংলিশরা থামে ১২৯ রানে। হারের ব্যবধান ঠিক ঠিক ১০০ রান।