Dark Mode
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
বিডিআর সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ

বিডিআর সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রোববার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিডিআর সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সেনা অফিসারদের হত্যাকান্ড ছিল ভারত ও তার ক্রীতদাস আওয়ামী লীগের যৌথ ষড়যন্ত্রের ফসল। এই ষড়যন্ত্রে খুনি হাসিনা, সাবেক সেনাপ্রধান মুঈনুদ্দিন, আওয়ামী লীগের অনেক নেতা ও ভারত সরকার সরাসরি জড়িত। ভারতের বিশেষ বাহিনীর সদস্যরা বিডিআর এর পোশাক পরে এই হত্যাকান্ডে অংশগ্রহণ করে। তাদের অনেককে হিন্দি ভাষায় কথা বলতে দেখা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ১২দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও "আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন" এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শওকত আমীনের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসাবে বানী প্রেরণ করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আবদূর রকিব।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন উপদেষ্টা হারুনুর রশীদ খান ইয়ামীনি ও ইঞ্জিনিয়ার সাইয়েদ আবদুল হাদী। আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলন এর সদস্য সচিব ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াস আতহারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজী, নাগরিক পরিষদের আহ্বায়ক মুহাম্মদ শামসুদ্দিন, লেবার পার্টির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির, জাস্টিস পার্টির এডভোকেট আবুল কাসেম মজুমদার, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মুফিজুর রহমান লিটন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা: শামসুল আলম, ইসলামী ছাত্র সমাজের সভাপতি বিলাল হোসাইন, ওলামা দল নেতা কবির হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে আন্দোলনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শওকত আমীন বলেন, ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি সেনা অফিসারদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল অনেক আগেই। ২০০১ সালের বড়াইবাড়ি সীমান্তে বাংলাদেশের উচ্চ প্রশিক্ষিত দুর্ধর্ষ বিডিআর সেনাদের আগ্রাসী বিএসএফ সেনাদের শোচনীয় পরাজয়ের প্রতিশোধ হিসাবে ভারত এই ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের সেনাবাহিনীকে দূর্বল করাই ছিল ভারতের দূরভিসন্ধি। তিনি বলেন, আমাদেরকে সকল আগ্রাসী চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। শহীদের জন্য ইঞ্জিনিয়ার সাইয়েদ আবদুল হাদীর মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!