Dark Mode
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে মানববন্ধন

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাবের সামনে ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় ঢাকা বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাও। গ্রাহকের বিদ্যুৎ বিলের মিটার চার্জ ও সার্ভিস চার্জ বাতিল করো। মোবাইল সিমের ডাটা ও মিনিট কার্ডের মেয়াদ আজীবন করো। মোবাইল ব্যাংকিং ক্যাশআউট খরচ হাজারে সর্বোচ্চ ৫ টাকা ও সেন্ডমানি ফ্রি করো। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে।

তিনি আরো বলেন, কৃষকের মাঝে বিনামূল্যে কীটনাশক, সার ও বীজ বিতরণ করতে হবে। কৃষকদের জন্য সুদবিহীন ঋণ বিতরণ করতে হবে ও সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। প্রতিবন্ধীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ যুগোপযোগী করে কার্যকর করতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির ট্রাক সেল বৃদ্ধি করতে হবে। কর্মঘন্টা বাড়ানো ও অর্থনীতির চাকা সচল রাখতে সরকারি সাপ্তাহিক ছুটি শনিবার বাতিল করতে হবে এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার একদিন করতে হবে।

বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজামেল হক তাজেমের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজনুর রহমান মিজু, বাংলাদেশ সমতা পার্টির সভাপতি সামছুল হক সরকার, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার লিজা, ছাত্র বিষয়ক সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী নকীবুর রহমান প্রমুখ।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!