
বাকৃবিতে ঈদুল আজহার ছুটি দুই সপ্তাহ
বাকৃবি প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ১৪ দিনের ছুটি পাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ওই ছুটি কার্যকর হবে।
তিনি আরও বলেন, আগামী ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে সরকারি ছুটি ও দাপ্তরিক স্বার্থে সাপ্তাহিক ছুটির দিনে অর্থাৎ আগামী ১৭ মে ও ২৪ মে তারিখে এই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস খোলা থাকবে।
তিনি আরও জানান, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার ঈদের দিন ও ঈদের পরের দিন বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাজ যথারীতি চলবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?