Dark Mode
Thursday, 15 May 2025
ePaper   
Logo
ভিসি অপসারণের দাবিতে ববিতে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা

ভিসি অপসারণের দাবিতে ববিতে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা

ববি সংবাদদাতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

রবিবার (১১ মে) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে মশাল মিছিল করেন তারা। মিছিল শেষে আজ (সোমবার) থেকে এই কর্মসূচী শুরু করার ঘোষণা দেওয়া হয়। 

শিক্ষার্থীরা জানান, শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সেমিস্টার পরীক্ষা ও জরুরি সেবা চালু থাকবে। 

এ বিষয়ে প্রতিটি বিভাগে শিক্ষক বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক উন্মেষ রায় বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে চিঠি পেয়েছি। আমরা আগেই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।’

যে ভিসিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গ্রহণ করেন না, তাকে এই পদে রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন এই শিক্ষক। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্যের অবহেলার কারণেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। এ ছাড়া ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগ, ফ্যাসিবাদী আচরণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ একাধিক ইস্যুতে তারা ভিসির প্রতি ক্ষুব্ধ বলে জানান। 

তাদের ভাষ্যে, ‘নিজ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারলেও, উন্নয়নমূলক কোনো কার্যক্রমে ভিসি শরমিনের ভূমিকা ছিল না।’

রবিবার রাতে আয়োজিত মশাল মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। মিছিল শেষে আন্দোলনকারীরা উপাচার্য ড. শুচিতা শরমিনকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার ঘোষণা দেন এবং তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!