Dark Mode
Thursday, 15 May 2025
ePaper   
Logo
সেমিস্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে জবিতে লং মার্চের ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ

সেমিস্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে জবিতে লং মার্চের ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ

জবি সংবাদদাতা

আবাসন ভাতা এবং হল নির্মাণসহ চার দফা দাবিতে আগামীকাল বুধবার 'লং মার্চ টু যমুনা' কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (JnU) শিক্ষার্থীরা। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই কর্মসূচি শুরু করার কথা রয়েছে।

কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তারা মনে করছেন, আন্দোলন চলুক, তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা যেন এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়।

এ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হাসান বলেন, "পরীক্ষা পেছালে আমাদের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। সামনে ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন লম্বা ছুটি রয়েছে। এসময় পরীক্ষা স্থগিত হলে সেশনজটের মুখে পড়তে হবে। এমনও নয় যে সব বিভাগে পরীক্ষা চলছে; পরীক্ষা বন্ধ না করলে আন্দোলন কমে যাবে এমনও নয়। আমার ফাইনাল পরীক্ষা চলছে। কাল পরীক্ষা চালু থাকলে আমাদের জন্য ভালো হবে। এরপর আন্দোলনে অংশ নেবো।"

ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থী আলিনুর রহমান বলেন, "মাস্টার্স শেষ হতে আর মাত্র একটি পরীক্ষা বাকি। এটি শেষ হলে আমি অনেক চাকরির পরীক্ষায় আবেদন করতে পারব। যারা পরীক্ষায় অংশ নিচ্ছে, তারা পরীক্ষার পরও আন্দোলনে যোগ দিতে পারবে। তাই ফাইনাল পরীক্ষা চলমান থাকা বিভাগের বিষয়ে ভাবা উচিত।"

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!