
বরিশাল বিশ্ববিদ্যালয় এর আন্দোলনের মুখে উপাচার্য ড. শুচিতাকে অপসারণ-নতুন উপাচার্য তৌফিক আলম
ববি প্রতিনিধি
আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। অন্তবর্তিকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। উপাচার্যের অপসারণের সংবাদ ছড়িয়ে পড়ার পরই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে আনন্দ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ই মে) সন্ধ্যায় শিক্ষামন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ববি ভিসি শুচিতাকে অপসারণের বিষয়টি জানা যায়।
আরেক প্রজ্ঞাপনে জানানো হয় পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগে নতুন অন্তবর্তিকালীন উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. তৌফিক আলম নিয়োগ দেয়া হয়েছে৷ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক।
একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদকে অপসারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত একমাস যাবৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করে। সর্বশেষ গতকাল রাত ১০টায় অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা৷
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit