Dark Mode
Monday, 12 May 2025
ePaper   
Logo
খাগড়াছ‌ড়িতে ভারতীয় ৬৬ নাগ‌রিক‌কে পুশ ইন ক‌রেছে বিএসএফ

খাগড়াছ‌ড়িতে ভারতীয় ৬৬ নাগ‌রিক‌কে পুশ ইন ক‌রেছে বিএসএফ

‌খাগড়াছ‌ড়ি প্রতিনিধি

সীমান্তবর্তী জেলা খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা ও পানছড়ি উপজেলার একাধিক প‌য়েন্ট দি‌য়ে ভারতীয় ৬৬ নাগ‌রিক‌কে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ ইন) দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকায় গিয়ে জানা যায়, আজ ভোর ৬টার দিকে ভারতের গুজরাট থেকে ২৭ জন ও তাইন্দং ইউনিয়নের আচালং পাড়া দিয়ে ১৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। পানছড়ি উপজেলার জয়সেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ ইন করা হয়েছে।

স্থানীয় আলী আহাম্মেদ জানান, ভারতীয় নাগরিকদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদেরকে গুজরাট এয়ারপোর্ট থে‌কে আগরতলা এয়ারপোর্টে আনা হয়। সেখান থে‌কে গা‌ড়িতে করে ত্রিপুরা সীমা‌ন্ত দি‌য়ে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপজেলার শা‌ন্তিপুর পয়ে‌ন্টে গভীর রা‌তে তা‌দের পুশ করা হ‌লে ৬ জন পুরুষ, ৪ জন ‌শিশু ও নারী সহ ২৭ জন বাংলাদে‌শের অভ‌্যন্ত‌রে প্রবেশ ক‌রেন। তারা গোমতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শা‌ন্তিপুর হাজীপাড়া আবুল হোসেন মেম্বরের বাড়িতে অবস্থান করেন।

এর আগে ভার‌তের গুজরা‌টে তা‌দের প‌রিবা‌রের পুরুষদের ধ‌রে নি‌য়ে যায়। এর একদিন বোলডুজার দি‌য়ে তা‌দের বাড়ি ঘর গু‌রিয়ে দেওয়া হয় এবং তা‌দের গ্রামের নারী ও শিশু‌দের ধ‌রে নি‌য়ে যায়। এসময় তা‌দের মোবাইল, টাকা পয়সা সব কে‌ড়ে নেওয়া হয়। তাদের এক কাপড়ে বাংলা‌দে‌শের সীমা‌ন্তের ‌বি‌ভিন্ন প‌য়েন্ট দি‌য়ে তা‌দের পুশ ইন করা হয়।

তবে, এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর গুইমারা প্রধান দপ্তর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সঙ্গে কথা বলে জানা গেছে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছে। যেহেতু নারী, শিশু ও পুরুষ রয়েছে, তাই  তাদের খাবার ও নিরাপত্তার বিষয়টি নিয়ে স্থানীয় উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!