Dark Mode
Tuesday, 13 May 2025
ePaper   
Logo
বরিশালে রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশালে রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

বরিশাল প্রতিনিধি
 
বরিশালে গভীর শ্রদ্ধা আর সাংস্কৃতিক উচ্ছ্বাসে উদযাপিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় “রবীন্দ্রনাথ ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
শুক্রবার (০৯ মে) বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
আলোচনা পর্বে অতিথি ছিলেন কেন্দ্রীয় জেলা শিল্পকলা একাডেমির সদস্য দেবাশীষ চর্ক্রবর্তী, বরিশাল সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ছালমা বেগম, জাসাসের সাব্বির নেওয়াজ সাগর প্রমুখ।
 
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “রবীন্দ্রনাথ কেবল বাংলা সাহিত্যের নয়, বাংলা সংস্কৃতির প্রেরণাও।
 
তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও আমাদের জাতীয় জীবনের গভীরে প্রোথিত।” তাঁরা আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, মানবতা ও মননচর্চার প্রতিটি অধ্যায়ে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক ও প্রণোদনামূলক।”
 
আলোচনার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। রবীন্দ্রসংগীত, আবৃত্তি, নৃত্য।
 
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—জেলা শিল্পকলা একাডেমি,নৃত্যাঙ্গন নৃত্যকলা, তানসেন সংগীত বিদ্যালয়, সুরের ছোঁয়া সংগীত একাডেমি, প্রান্তিক নৃত্য ও সংগীত বিদ্যালয়, সুর সাধনা সংগীত একাডেমি, শফিক ব্যালে ট্রুপ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস), স্বরলিপি সংগীত বিদ্যালয়, এবং বরিশাল নৃত্যাঞ্চল।
 
রবীন্দ্রচেতনায় উজ্জ্বল এ আয়োজন বরিশালের সংস্কৃতি-অনুরাগী মানুষের মনে দীর্ঘদিন ধরে অনুরণিত হবে—এই প্রত্যাশা বরিশাল জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!