Dark Mode
Tuesday, 13 May 2025
ePaper   
Logo
নওগাঁর মান্দায় কালবৈশাখীর ছোবলে দোকানপাট লন্ডভন্ড,  বজ্রপাতে কৃষক নিহত

নওগাঁর মান্দায় কালবৈশাখীর ছোবলে দোকানপাট লন্ডভন্ড, বজ্রপাতে কৃষক নিহত

এম রেজাউল ইসলাম নওগাঁ

নওগাঁর মান্দায় কালবৈশাখীর ছোবলে কয়েকটি হাট বাজারের দোকান পাটও টিনের শেড লন্ডভন্ড হয়ে পড়েছে এবং  বজ্রপাতের ঘটনায় এক কৃষক নিহত ও অপর কৃষক আহত হয়েছে।
 
 রোববার(১১ মে) বিকেল ৪টার সময় কালবৈশাখীর ছোবলে উপজেলার  পীরপালি বাজারসহ বিভিন্ন হাট বাজারে দোকানপাট হাটের চালা গুলো লন্ডভন্ড হয়ে পড়েছে। একই সময়ে  মাঠে শুকানো ধান তুলতে  গিয়ে বজ্রপাতের শিকার হন হতভাগা কৃষকরা। 
 
নিহত কৃষকের নাম জিল্লুর রহমান (৪০) তিনি কুসুম্বা ইউনিয়নের  দিয়াড়াপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের পুত্র । বজ্রপাতে আহত শফিকুল ইসলাম একই পাড়ার বাসিন্দা।
 
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, বিকেলে আকাশে মেঘ দেখে কৃষক জিল্লুর রহমান লোকজন নিয়ে মাঠে শুকানো ধান জড়িয়ে রাখার জন্য যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পাশের জমিতে থাকা অপর কৃষক শফিকুল ইসলাম আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল বজ্রপাতে  নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!