
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে ছাত্র-জনতার আনন্দ মিছিল
জয়পুরহাট প্রতিনিধি
সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর প্রেক্ষিতে জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র - জনতা ।
রোববার বেলা ১২ টার দিকে জেলার জুলাই যোদ্ধা ও সাধারণ ছাত্র জনতার অংশগ্রহণে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাচুর মোড়ে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন,ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোস্তাকিম মিল্লাত জিম, মূখ্য সংগঠক ইফতিয়াক আহমেদ, সদস্য মোরসালিন, শিফাসহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য বড় বিজয়। আগামীতে কোনো ফ্যাসিবাদ শক্তি যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ না করতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ করার পাঁয়তারা করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit