Dark Mode
Tuesday, 13 May 2025
ePaper   
Logo
বরিশালে বিউটি সুপার মার্কেটের নির্মাধীন ভবন অবৈধ ভাবে উচ্ছেদের অভিযোগ

বরিশালে বিউটি সুপার মার্কেটের নির্মাধীন ভবন অবৈধ ভাবে উচ্ছেদের অভিযোগ

 

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

রিশাল নগরীর দক্ষিণ চকবাজারের নির্মিত বিউটি সুপার মার্কেটের ভবন অবৈধ ভাবে উচ্ছেদের অভিযোগ উঠেছে জমির মালিকের ছেলে সৈয়দ আশিক চৌধুরীর বিরুদ্ধে।

শুক্রবার (৯ মে ) সকাল ৯টা থেকে ১০/১৫ জন শ্রমিক দিয়ে নির্মিত ভবন অবৈধ ভাবে উচ্ছেদের কাজ করা হয়।

তথ্যসুত্রে জান যায়, বিউটি সুপার মার্কেটের নির্মানের চুক্তি হয়েছে ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে। ডেভেলপার প্রতিষ্ঠান চুক্তির শর্তানুযায়ী ভবন নির্মাণের কাজ চালিয়ে যান। কিন্তু জমির মালিক ডেভেলপার প্রতিষ্ঠানের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে তার ছেলে সৈয়দ আশিক চৌধুরী ও তার মেয়ে কামরুন্নাহার চৌধুরীর নামে দানপত্র দলিল দেন।

উক্ত দানপত্র দলিল নিয়ে জমির মালিকানা দাবি করে সৈয়দ আশিক চৌধুরী ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মিত  ভবন অবৈধ ভাবে লোকবল দিয়ে
উচ্ছেদের কাজ চালিয়ে যাচ্ছে।

 ০৭/০৬/২০২৩ইং তারিখ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর যোগসাজশে বিউটি সুপার মার্কেটের নির্মিত ভবন অবৈধ ভাবে উচ্ছেদের উদ্যোগ নিয়ে আশিক চৌধুরী ব্যর্থ হন। ৫ আগস্টের পর পটপরিবর্তন হলে ভোল্ট পাল্টে নতুন করে ভবন অবৈধ ভাবে উচ্ছেদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

ডেভেলপার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশীদার আব্দুল কুদ্দুস জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহয়তা  চাইলে সরজমিনে পুলিশ গিয়ে উভয় পক্ষে শান্তি শৃঙ্খলা বাজায় রেখে থানায় ডাকলেও সৈয়দ আশিক চৌধুরী থানায় উপস্থিত হন নাই।

ডেভেলপার প্রতিষ্ঠানের অংশীদার আব্দুল কুদ্দুস বলেন, জমির মালিক জুলফিকার আলী চৌধুরী জুলু তার কাছ থেকে বিউটি সুপার মার্কেট নির্মান করার জন্য চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। ভবনের কাজ এখনো নির্মাণাধীন। এমতাবস্থায় জমির মালিকের ছেলে সৈয়দ আশিক চৌধুরী জমির মালিকা দাবি করে ডেভেলপার প্রতিষ্ঠানের প্রাপ্যতা বুঝিয়ে না দিয়ে  নির্মাণাধীন ভবন অবৈধ ভাবে উচ্ছেদ করার জন্য পায়তারা করতেছে। অবৈধ ভাবে নির্মিত বিউটি সুপার মার্কেট উচ্ছেদের প্রতিকার চেয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

বরিশাল কোতোয়ালি এস আই শিহাব বলেন, ৯৯৯ এ ফোন পাওয়ার পরে সরজমিনে গিয়ে ভবন উচ্ছেদের বিষয় টা অবগত হই। এ বিষয়ে ভুক্তভোগী অংশীদার আব্দুল কুদ্দুস কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!