Dark Mode
Tuesday, 13 May 2025
ePaper   
Logo
শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

 আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ময়মনসিংহ সদরের  শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী  পালিত হয়েছে।


শনিবার সন্ধায় সাড়ে ৭ টায় সংগঠনের অফিসকক্ষে ৭ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের উদযাপন কমিটির আহব্বায়ক ও প্রতিষ্ঠাকালীন সহ-সাধারণ সম্পাদক মো. ছাদেকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।

হামলায় নিহত প্রতিষ্ঠাকালীন সভাপতি সাংবাদিক স্বপন কুমার ভদ্রের প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্যে তিনি বলেন, ময়মনসিংহের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে শম্ভুগঞ্জ প্রেস ক্লাব।

২০১৯ সালে মে মাসের ১০ তারিখে বিভিন্ন উপজেলার ৩১ সদস্য সাংবাদিক নিয়ে শম্ভুগঞ্জ প্রেস ক্লাব গঠিত হয়। তবে  অতি অচিরেই ক্রোড়পত্র প্রকাশ করে বিভিন্ন স্থানে বিতরণ করা হবে।

তাছাড়া গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্য সংগ্রহ ও প্রথম ধাপে তিন বছর মেয়াধী নতুন কমিটি গঠন করা হবে।


অনুষ্ঠানে এ সময় উপস্খিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাংগঠনিক সম্পাদক মো. তফাজ্জল হক, প্রতিষ্ঠাকালীন সদস্য মো. মোজ্জামেল হক, রেজাউল হাসান সুমন, সাংবাদিক মো. লিটন মিয়া, হাবীব, আমিনুল হক রোমন, মহিউদ্দিন, এস এন আলতু, তপন চক্রবর্তী, বিপুল সূত্রধর, মো. আরিফুল ইসলাম উজ্জ্বল, জিয়া রহমান, প্রমূখ।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!