Dark Mode
Wednesday, 14 May 2025
ePaper   
Logo
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ 
 
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াত আইভীকে গ্রেফতারের পর বহনকারী পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে।
 
মামলায় ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা দেয়া, পুলিশের গাড়িতে হামলা এবং পুলিশকে আহত করার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় ইতিমধ্যে হানিফ, হাসিবুর রহমান জিসান ও শওকত মিথুন নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
 
এরআগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এস আই) রিপন মৃধা বাদী হয়ে সোমবার (১২ মে) রাতে মামলাটি দায়ের করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, মামলায় আসামিদের অধিকাংশই আওয়ামীলীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তাদের মধ্যে আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
 
অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে হানিফ চিহ্নিত আওয়ামীলীগ কর্মী, জিসান নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী এবং শওকত মিথুন আইভীর খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আইভীকে গ্রেপ্তার অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতরাসহ অন্যান্য আসামিরা রাতে বিপুল সংখ্যক নারী-পুরুষ জড়ো করে রাস্তায় বিশৃংখলা সৃষ্টি করে।
 
পরবর্তীতে তারা পুলিশের গাড়িতে হামলা করে পুলিশ সদস্যকে আহত করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) রাতে আইভীকে গ্রেপ্তার করতে পুলিশ শহরের দেওভোগ এলাকায় তার বাসভবনে অভিযান চালায়।
 
গ্রেপ্তারের পর ভোরে তাকে পুলিশের গাড়িতে তুলে আদালতে নিয়ে যাওয়ার সময় শহরের বি বি রোডে আইভীকে বহনকারি পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ সহ হামলা চালায় দুবৃর্ত্তরা।
 
এসময় পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!