Dark Mode
Wednesday, 14 May 2025
ePaper   
Logo
জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে সিলেটে জাসাস’র কর্মসূচি

জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে সিলেটে জাসাস’র কর্মসূচি

 

 সিলেট  ব্যাুরো
 
জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে জাসাস সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অংগসংগঠন এর নেতৃবৃন্দের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।
 
 প্রতিবাদী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ  সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি,মহানগর বিএনপির সভাপতি  সাবেক সিটি   কাউন্সিলর রেজাউল হাসান লোদি,জেলা বিএনপির সাধারন সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা জাসাস এর সদস্য সচিব রায়হান হোসেন খান,  যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবদিন রানু, যুগ্ম আহবায়ক আরিফ আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাদী আহমদ প্রমুখ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমান নেতৃবৃন্দ ।
 ।
এই কর্মসূচির মাধ্যমে জাসাস জাতীয় গৌরব রক্ষায় সাংস্কৃতিক অঙ্গনে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার  ব্যক্ত করে  নেতৃবৃন্দ বলেন,  জাতীয় সংগীত দেশের গৌরব।এর অবমাননাকারীদের  প্রতিরোধে জাসাস অঙ্গীকারবদ্ধ।
 
সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরণের দেশাত্মবোধক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা  ও দেন তারা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!