Dark Mode
Wednesday, 14 May 2025
ePaper   
Logo
কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আ.লীগের নেতাকর্মিদের হামলা

কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আ.লীগের নেতাকর্মিদের হামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দক্ষিণ আফ্রিকা প্রবাসী আজগর হোসেনর (৩৫) ওপর হামলা হয়েছে। এতে ওই প্রবাসীর ছোট ভাই নুর হোসেন (৩৬) গুরুত্বর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  

সোমবার (১২ মে) রাতে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরকালী গ্রামের এমরাত আলী সারেং বাড়িতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে প্রবাসীর ওপর হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  

ভুক্তভোগী প্রবাসী আজগর হোসেন অভিযোগ করে বলেন, এক বছর আগে নিজ বাড়িতে পাকা দালান নির্মাণের কাজ শুরু করেন। বর্তমানে ওই ঘরের প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। কিন্ত তিন মাস যাবত আওয়ামী লীগ কর্মি মিলনের বাধার কারণে কাজ বন্ধ রয়েছে। এতে বেশ কিছু নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে যায়।

তিনি অভিযোগ করে আরো বলেন, কয়েক বস্তা সিমেন্ট ভালো থাকায় সিমেন্ট গুলো আমার বোনের বাড়িতে পাঠানোর জন্য সোমবার সকালে বাড়ির উঠানে একটি ট্রাক্টর আনা হয়। ট্রাক্টর দেখে প্রতিপক্ষের লোকজন বেজায় গালামন্দ শুরু করে। এরপর ট্রাক্টরে সিমেন্ট উঠাতে বাধা দেয়।  একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফিরোজ আলম রিপন, আব্দুর রব ধনী, মোশাহিদুর রহমান মিলন, সফিকুল ইসলাম রতন, এয়ার হোসেন সুজন তাদের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় তারা আমাকে ও আমার ছোট ভাই নুর হোসেনকে এলাপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।হামলাকারী পাঁচজনের মধ্যে ৪জনই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। মিলন আত্মগোপনে থাকা সাবেক বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীগের সভাপতি আব্দুল কাদের মির্জার অনুসারী।  

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোশাহিদুর রহমান মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার পরিবারের কেউ হামলার সাথে জড়িত নয়। আমি পেশায় একজন শিক্ষক, ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। আওয়ামী লীগের কোন পদপদবীতে আমি নেই। ভোট আসলে যে কোন একটা মার্কায় ভোট দিতে হয়। এজন্য দলের হিসেব চলে। এ ঘটনায় একটি বৈঠক ডাকা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিষয়টি স্থানীয় ভাবেও মীমাংসার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!