Dark Mode
Sunday, 12 October 2025
ePaper   
Logo
নোয়াখালীতে হত্যা মামলায় বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালীতে হত্যা মামলায় বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে বিক্ষোভ


নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জের বিজয় হত্যা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

 শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার চরএলাহী বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন, চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, চর এলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়েল মাস্টার, চর এলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, কোম্পানীগঞ্জ ওলামাদলের সদস্য সচিব মাওলানা আইয়ুব আলী, বিএনপি নেতা মো.ইসমাঈল হোসেন তোতা প্রমূখ।    

মানববন্ধনে বক্তারা বলেন, চর এলাহী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবদুল মতিন তোতা চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যার ঘটনার মাস্টারমাইন্ড জামায়াত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম তার অনুসারী তোতা হত্যা মামলার আসামিদের সেভ করতে প্রায় ৬০ কিলোমিটার দুরের একটি হত্যার ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতা ইসমাঈল তোতাকে মামলার আসামি করে। বক্তারা অবিলম্বে ইসমাঈল তোতার বিরুদ্ধে করা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে এই মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

অভিযোগ নাকচ করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির মাকেত সদস্য ফখরুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ অনেকেই করতে পারে আমি এই মামলা সম্পর্কে কিছুই জানিনা।    
 
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, বাদী অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়েছে কিনা তা তদন্ত শেষে বলা যাবে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!