
পত্নীতলায় জাকের পার্টির সমাবেশ অনুষ্ঠিত
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় জাকের পার্টির আয়োজনে জনসভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার পাটিচরা ইউনিয়নের জিয়াবাজার (আমবাটি মোড়ে) উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি দেলোয়ার হোসেন (ডাবলু)।
উক্ত অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা জাকের পার্টির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক রবি রায়হানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন- নওগাঁ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলাল হোসেন, জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের জাকের পার্টির এমপি মনোনয়ন প্রত্যাশী ও নওগাঁ জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি কৃষিবিদ রেজুয়ান ফারুক, জাকের পার্টির কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সদস্য ও বগুড়া সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নওগাঁ জেলা যুব ফ্রন্টের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।
এসময় বিশেষ অতিথিরা বলেন, ‘দেশ ও জাতির শান্তি কামনায় আগামীতে জাকের পার্টিতে যোগ দিন। গোলাপ ফুল মানবতার শান্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে ছড়িয়ে পড়ুক। ইসলামের বিধান মেনে সকল অনিয়মের বিরুদ্ধে আমরা সবাই কাজ করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির নেতৃত্বে সংসদে প্রতিনিধিত্ব করতে হবে। তাই দলে দলে যোগ দিন-শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ও পত্নীতলা উপজেলা জাকের পার্টির অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit