Dark Mode
Saturday, 11 October 2025
ePaper   
Logo
গণঅভ্যুত্থানকে হাইজ্যাকের চেষ্টা চলছে: আল্লামা মামুনুল হক

গণঅভ্যুত্থানকে হাইজ্যাকের চেষ্টা চলছে: আল্লামা মামুনুল হক

 

 

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “চব্বিশের গণঅভ্যুত্থানকে বাইপাস করে কেউ যদি রাজনীতি করার চেষ্টা করে, তবে রাজপথে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। আগামীর বাংলাদেশ ৭২-এর সংবিধানের আদর্শে নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের আদর্শে পরিচালিত হবে।”

 

তিনি বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ১৯৭২ সালের বাকশালের সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল, আজ একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করার অপচেষ্টা চলছে।”

 

শুক্রবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ডি.আই.টি চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা নারায়ণগঞ্জের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ দেশের বিভিন্ন সময়ের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানান।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!