
জুলাই সনদ ভিত্তিক নির্বাচনর দাবীত নীলফামারীত বিশিষ্টজনদর সাথ জামায়াতর মতবিনিময়
নীলফামারী সংবাদদাতা
জুলাই জাতীয় সনদর ভিত্তিত আগামী ফব্রুয়ারিত জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিত নীলফামারীত বিশিষ্টজনদর সাথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছ।
বাংলাদশ জামায়াত ইসলামী নীলফামারী জলা শাখার আয়াজন শনিবার দুপুর শহরর ¯াই ভিউ রস্টুরট এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
জলা জামায়াতর আমির মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারর সভাপতিত্ব ও জলা সক্রটারি মাওলানা আÍাজুল ইসলামর সঞ্চালনায় সমাবশ বক্তব্য রাখন জলা জামায়াতর নায়ব আমির ডক্টর খায়রুল আনাম, নীলফামারী—২ আসনর জামায়াত মনানীত প্রার্থী ও জলা জামায়াতর সহকারি সক্রটারি অ্যাডভাকট আল ফারুক আব্দুল লতিফ,জলা জামায়াতর সহকারি সক্রটারি ও শহর আমির অধ্যাপক আনায়ারুল ইসলাম,জলা জামায়াতর কর্মপরিষদ সদস্য মুক্তিযাদ্ধা মনিরুজ্জামান মটু ও প্রভাষক আব্দুল কাদিম, খলাফত মজলিসর জলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হাসন, নীলফামারী চয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ চধুরী,জলা জজ আদালতর অতিরিক্ত পিপি অ্যাডভাকট মাশাররফ হাসন মিটু,অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহাব খান প্রমূখ।
সভায় বক্তারা বলন জুলাই সনদর ভিত্তি প্রতিষ্টিত না হল বাংলাদশ আরা ্একটি ষড়য¿র কবল পড়ব। বাংলাদশর মানুষর আশা—আখাকার প্রতিফলন ঘটাত না পারল বাংলাদশর রাজনীতি বিপর্য¯ হব। সুতরাং য উদ্দশ্যক সামন রখ ২৪ গণঅভ্যুত্থান হয়ছ আমরা মন করি অÍবর্তীকালীন সরকার এটাক গুরুত্ব সহকার বিবচনায় নিবন, কারা কথায় কর্ণপাত না কর।
পিআর পদ্ধতি সম্পর্ক বক্তারা বলন পিআর পদ্ধতিত ভাট হল প্রত্যকটি ভাটর মূল্যায়ন হব। কান ভাট নষ্ট হব না। নির্বাচন হানাহানি,কালা টাকার ও পশিশুক্তির প্রভাব থাকব না। দক্ষ ও অভিজ্ঞ রাজনতিক লাক সংসদ আসার সুযাগ পাব। এই পিআর পদ্ধতির দাবীত জামায়াত ইসলামীসহ ২৬টি দল আদালন করছন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit