
হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীকে সিক্রেট সার্ভিসের গুলি
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা হোয়াইট হাউসের কাছে এক বন্দুকধারীকে গুলি করেছে। সংস্থাটির এক মুখপাত্র স্থানীয় সময় রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় মার-এ-লাগো বাসভবনে অবস্থান করছিলেন।
মুখপাত্র এক বিবৃতিতে জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার অবস্থা ‘অজ্ঞাতপরিচয়’।
বিবৃতিতে এটি স্পষ্ট করা হয়নি যে হোয়াইট হাউস বা ট্রাম্প হামলার লক্ষ্য ছিল কি না।
এ ছাড়া সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হয়নি বলেও জানানো হয়েছে। সংস্থার মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতি অনুসারে, স্থানীয় পুলিশ আগে থেকেই সতর্ক করেছিল, ইন্ডিয়ানা থেকে ওয়াশিংটন ডিসিতে আসা এক ‘আত্মঘাতী’ ব্যক্তি হুমকি তৈরি করতে পারে।
স্থানীয় সময় মধ্যরাতে হোয়াইট হাউসের খুব কাছে সপ্তদশ ও এফ স্ট্রিটের সংযোগস্থলের কাছে তার গাড়ি পার্ক করা অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলের কাছেই পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে, যার বর্ণনা পুলিশের কাছে ছিল।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশ সদস্যরা যখন তার কাছে এগিয়ে যায়, তখন সে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরে। এরপর সশস্ত্র সংঘর্ষ হয়, যেখানে আমাদের সদস্যরা গুলি চালায়।
বিবৃতিতে বলা হয় সন্দেহভাজন ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে ও তার অবস্থা জানা যায়নি উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসি পুলিশ ঘটনার তদন্ত করছে।
সূত্র : এএফপি