
ত্রিপুরায় এক বছরে ৭০০ জনের বেশি বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাত শতাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় বলে নিবার ত্রিপুরা পুলিশ জানিয়েছে।
দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়ছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক হাজার ৪৫ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭০০ জনের বেশি বাংলাদেশি নাগরিক।
ত্রিপুরা পুলিশ বলছে, রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত বছর মোট ৭৩৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। আর চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৭৮ বাংলাদেশিকে। এছাড়া গত বছর ৭১ রোহিঙ্গা ও এক নাইজেরীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি চলতি বছরে ৮ রোহিঙ্গা ও এক নাইজেরীয়কেও গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের চার রাজ্য—আসাম, মেঘালয়, মিজোরাম আর ত্রিপুরার মোট এক হাজার ৮৭৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত আছে। এর মধ্যে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্তই দীর্ঘতম। যা রাজ্যটির মোট সীমান্তের প্রায় ৮৪ শতাংশ।
ত্রিপুরার বাংলাদেশ লাগোয়া সীমান্তের বেশিরভাগ এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। তবে স্থানীয় বিরোধের কারণে সীমান্তের অনেক এলাকা এখনও উন্মুক্ত রয়েছে।
গত বছরের জুলাইয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার দিনই আমরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছি। আমি ব্যক্তিগতভাবে বিএসএফ এবং পুলিশ মহাপরিচালকের সঙ্গে একাধিকবার আলোচনায় সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করেছি। সীমান্ত সুরক্ষিত রাখাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’
সূত্র: হিন্দুস্তান টাইমস।